আঙিনাসাদাকালো রঙমাখা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

১) আগুন পোহাতে গেলে
ধোঁয়া সইতে হয়

(জীবনের সব ক্ষেত্রেই কিছু অর্জন করতে হলে, কিছু ঝামেলা সহ্য করতে হয়)

২) জামা জোব্বা বেশুমার
আক্কল বিনা ছারখার

(পোশাকের আড়ম্বর দ্বারা বুদ্ধির দৈন্য দূর করা যায় না)

৩) কারো শাকে বালি
কারো দুধে চিনি

(ক্ষতিগ্রস্তের আরো ক্ষতি, লাভবানের আরো লাভ)

৪) পাশের বাড়ি বিয়ালো গাই
সেই সূত্রে পাড়াতো ভাই

(যার সাথে সম্পর্ক খুঁজে পাওয়া যায় না)

৫) গাঙ ও নাই যে
ডুবাইয়া নাবো
মাও নাই যে কান্দাইয়া কর

(কষ্টের কথা শোনার মতো সমব্যাথী নাই)/ গাঙ + নদী; নাবো – নাইবো + স্নান করলে

৬)হাত দিয়ে হাতি ঠেলা

(অসম্ভবকে সম্ভব করা)

৭) বাহিরে দেখতে সাজ সাজ
ঢাকা আছে ঢাকাই কাজ

(যাহার বাহিরে কোন আড়ম্বর নাই, ভিতরে কিন্তু যথেষ্ট সৌন্দর্য বা গুণ রয়েছে)

৮) যদি বর্ষে অঘ্রাণে,
রাজা যায় মাগনে

(অঘ্রাণে বৃষ্টি হলে পোকায় শস্য নষ্ট হয়; রাজ্যে অভাব দেখা যায়)

৯) অধিক যেতে বড় আশ
তার নাম বুদ্ধি নাশ

(অল্প বুদ্ধির মানুষ বেশি যাবার আশা করে, বুদ্ধিমানেরা পরিমিত যায়, তাদের আয়ু বাড়ে)

১০) পিতল সরা; জাঁকে ভরা

(পিতলের সরায় কাজ যত না হোক; তার শব্দ আছে খুব। কাজে কম কিন্তু কথায় বেশি জাঁক দেখানো।)

১১) গুড় দিয়ে খেলে গুণচর্চ্চাও ভালো লাগে

(ভালোর সংশ্রবে মন্দও ভালো হয়)