১।পট্ট বস্ত্রে গুঞ্জ ফল মূল্য নাহি হয় ছিন্ন বস্ত্রে মোতির মূল্য নাহি ক্ষয়
কোঁচ ফল দামি কাপড়ে থাকলেও সেটা দামী হয় না। মোতি ছেঁড়া কাপড়ে থাকলেও তার মূল্য কমে না। গুনহীন ব্যক্তি দামি পোশাক পড়ে থাকলেও সম্মান পায় না। গুণী ব্যক্তি ছেঁড়া কাপড়েও সম্মানিত হয়
২। পড়িলে ভেড়ার শৃঙ্গে হীরার ধারও ভাঙ্গে
অর্থাৎ শক্ত পাল্লায় পড়লে সেয়ানাও জব্দ হয়
৩।পন্ডিত শেখে দেখে মূর্খ শেখে ঠেকে
পন্ডিত অপরের অভিজ্ঞতা দেখে শিক্ষা নেয়। নির্বোধ আক্কেল সেলামি থেকে শিক্ষা নেয়।
৪।পড়ে পাশা তো জেতে চাষা
কপাল ফিরলে হতভাগ্যও সৌভাগ্যবান হয়
৫।পড়ে পাওয়া চোদ্দ আনা
অযাচিত অর্থপ্রাপ্তি।
৬।আপন বুদ্ধি ছিল ভালো পরের বুদ্ধিতে পাগল হল
নিজের বুদ্ধিতে ভরসা না করে নিয়ে কাজ করলে বিপদে পড়ে আফসোস করতে হয়
৭।ভাগের হতিন সখিনা রাত পোহালে দেখিনা
স্বার্থপর মানুষ যারা কেবল নিজের প্রাপ্তির ব্যাপারে সচেষ্ট
৮।কথায় কথা বাড়ে ক্রোধে বাড়ে ঝড় কথা না বাড়িয়ে সখী যাও নিজ ঘর
কথা না বাড়াবার উপদেশ
৯। সাঁতার না জানলে বাপের পুকুরেও ডুবে মরে
অনভিজ্ঞ ব্যক্তি সুবিধাজনক স্থানে থাকলেও বিপদগ্রস্ত হয়
১০।পর প্রত্যাশী নর গাছে উঠে মর
যে সব কিছুতেই পরের ওপর নির্ভর করে তার কোন কাজই সিদ্ধ হয় না। তার পক্ষে মরাই ভালো

গৃহবধূ। কৃষিভিত্তিক জীবনে লেখালেখি তাঁর দিনযাপনের অবিচ্ছেদ্য সঙ্গী।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সহস্রাধিক প্রবাদের সযতন সংগ্রাহক।