এ এক নিঃস্তব্ধ নির্বাক অতল…প্রলয় নাচন শুরুর ঠিক আগের মুহূর্ত বলেই ধরা যাক…নারী পুরুষ দ্বৈত শক্তির অর্ধেকের উপর যেন কেউ কষাঘাত করেছে…সমুদ্র গহ্বর তাই লোহিত…অন্দরে চলছে ঝড়, আর বাইরে অসীম প্রশান্তি…কিছু পরেই অন্দরের সেই ঝড়ই সাগর ঠেলে উঠবে…দুমড়ে মুচড়ে দেবে জাগতিক সব অহংকার, অন্যায়ের বীজ থেকে ফলা মহীরুহদের…
নতজানু হোক পৃথিবী, আনত হোক অশুভ শির
এই অনন্ত মহাকালের সামনে…চিনুক এই নৈঃশব্দের পিছনের রক্তবর্ণ কে…
আর না হলে প্রস্তুত হোক ধ্বংসের জন্য…
প্রচ্ছদ চিত্র – মোবাইল স্ক্রিনে আঁকা
(লেখক পরিচতি – অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী; সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত – বর্তমানে বয়স ৭৭)