– শ্রী ত্রিদিব কুমার দাশগুপ্ত
কবে কোন শিশির ভেজা সকালে ভক্তের অর্ঘ্যথালিতে সেজে উঠেছিল নীল পদ্ম… সে অর্ঘের বিকল্প হল না আজও… আজও সেই একই ঔজ্জ্বল্য নিয়ে স্বমহিমায় এই নীল পদ্ম…বুঝি দুখানি লাল গোলাপের রক্তিম প্রেমও হার মানে এই নীলের ছটায়…এ ভুবনে যা কিছু ব্যতিক্রমী তাই অধরা… এ ছবির নাম দিলুম…নীলাজ নীল নিবিড় উপহার…
Comment here
You must be logged in to post a comment.