আঙিনা

রঙ যেন মোর মর্ম্মে লাগে –

– শ্রী ত্রিদিব কুমার দাশগুপ্ত

 

কুন্দফুলের মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে রাখলেই বুঝি বসন্ত কে বেঁধে ফেলা যায়?? নাকি ছড়িয়ে দেওয়া যায় বেরঙিন ইঁট পাথরের গায়?? কোনওটাই নয়…তার জন্য লাগে একটা বাঁধন ছেঁড়া পক্ষী…যার ডানায় ডানায় লেগে আছে বসন্তের রং…যাকে ছুঁয়ে উড়ে যাবে সেই হবে রঙীন…কল্পনায় কবির নন্দিনী সে…তার এলোচুল ছুঁয়ে ফাল্গুনী বাতাস যেন আরও দামাল হয়…সব বাঁধন ছেঁড়ার সাধন করে তারা…

Comment here