– শ্রী ত্রিদিব কুমার দাশগুপ্ত
যে পারদ নামার লক্ষণ দেখছেন না সুকুমারের পথিক,তেমনই এক পারদ চড়া দুপুরের ছবি এটি…জলপাই না কাঁচা আম, এই বিতর্ক এড়িয়ে এক গেলাস জলের আশায় প্রাণ যায় যায়… এই দুপুরেই আবার কবিগুরুর পথিক চলেছিলেন রাঙা মাটির রাস্তা বেয়ে…গাছের পাতায় আলোর নাচন দেখতে দেখতে…আবার এমনই এক পথের দিকে তাকিয়ে কাজী সাহেব লেখেন…”ছায়াযুক্ত তরুতলে উদম শরীর,শান্তির পরশ নিতে করে এসে ভিড়,থেমে যেতে চায় যেন সব ব্যস্ততা”…
Comment here