১। খরো নদীতে চর পড়ে না
(সতেজ মনে কলুষ জমে না)
২।উপকারী গাছের ছাল থাকে না
(কোন কিছুকে বাহ্যিক রূপ দেখে বিচার করা সঠিক নয়)
৩।যেখানে মজিবে কায়া /নাও থুইয়া ত’রেও জায়া
(যেখানে মৃত্যু কপালে আছে ভাগ্য সেখানে যেভাবেই হোক টেনে নিয়ে যাবেই)
৪।ছোটকালে সোনা মুখ
বয়সের কালে আয়না
বুড়া কালে বান্দরী মুখ
কেউর দিকে কেউ চায়না
(বয়সের সাথে সাথে মেয়েদের রূপের আমল বদল হয়)
৫।কারো শাকে বালি/ কারো দুধে চিনি
(ক্ষতিগ্রস্তের আরো ক্ষতি, লাভবান এর আরো লাভ)
৬।ওই দিন আর নাইরে নাথু /থাবলা খাবলা খাব ছাতু
(সুযোগ নেবার দিন শেষ)
৭।খাই না খাই আছি তো ভালো /ভাঙা ঘরে মোর
চাঁদের আলো
(নিজেকে নিয়ে নিরন্নের রসিকতা)
৮। অনাবৃষ্ট রাজ্য মজে /পাপে মজে ধর্ম/কোটালে গৃহস্থ মজে/ আলস্যে মজে কর্ম।
(বৃষ্টি না হলে দেশের ক্ষতি, পাপে ধর্ম নষ্ট হয়, নদীর বাড়ে লোকালয় ক্ষতিগ্রস্ত হয়, আলস্যে হয় কর্মনাশ)
৯। শুক্ল পাখায় ফসল বোনে, ছালায় ছালায় টাকা গোনে
(শুক্ল পাখায় ফসলের বীজ বপন করলে ফলন খুব ভালো হয়)
১০।দূরের সোনা, নিকটের লোনা
(দূরের ভালো জমির চেয়ে কাছের লোনা জমিও ভালো)
১১।দ্যাশ বুইঝ্যা ব্যাস,পাথার বুইঝ্যা চাষ
(দেশের নিয়ম, রীতি নীতি অনুযায়ী পোশাক পরতে হয় আর জমির অবস্থা বুঝে চাষ করতে হয়)
‘

গৃহবধূ। কৃষিভিত্তিক জীবনে লেখালেখি তাঁর দিনযাপনের অবিচ্ছেদ্য সঙ্গী।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সহস্রাধিক প্রবাদের সযতন সংগ্রাহক।