আঙিনা

মেঘের খেলা আঁধার পারে

শ্রী ত্রিদিব কুমার দাশগুপ্ত

 

দিনের আলো নিভে এলে
সূয্যি ডোবে জানি
নিকষ কালো আঁধার এসে
ঘেরে ভুবনখানি…
মায়া চাঁদের স্নিগ্ধতা আর
স্বপ্নমাখা আলোয়
মিলিয়ে যায় অন্ধকারের
বিষাদ যত কালো…
আজ হঠাৎ,
অজানা মেঘ আকাশ জুড়ে
বাধালে হৈ চৈ
বিনা বাক্যে টুপ করে চাঁদ
ডুবলো বুঝি ওই!!

Comment here