১।’ তুলনা করো অসির
ধার বড় মসির’
তলোয়ারের চেয়ে কলমের ধার অনেক বেশি। তলোয়ার দিয়ে যুদ্ধ জয় হয়তো সম্ভব, কিন্তু পরিবর্তে হয় এক রক্তক্ষয়ের সংগ্রাম; তাতে হিংসা রক্ত দুঃখ অত্যাচার ঘটে; কিন্তু লেখক এর কলম অনেক বেশি শক্তিশালী, তা দিয়ে সমাজের যে পরিবর্তন করা যায় তাতে কোন রক্ত দুঃখ হিংসা থাকে না। কলম দিয়ে যে পরিবর্তন হয় তা স্থায়ী,কারণ সেই পরিবর্তন হয় মানুষের মন থেকে, বোধ থেকে।
২।’খাওয়াবে হাতির ভোগে
দেখিবে বাঘের চোখে’।
ছেলেকে ভালোবেসে ভালো করে খাওয়াবে কিন্তু প্রশ্রয় দেবে না। সর্বদা কঠোর শাসনে রাখবে।
৩। ক্ষেতের চাষে দুঃখ নাশে’
চাষের কাজে দুঃখ দূর হয়।
৪।’ কে আগে পুতন্তি
স্নান করোগে রটন্তী ‘।
রটন্তি চতুর্দশীতে এই স্নান এই স্নানে পুত্রের কল্যাণ হয়।
৫।’ধনীর চিন্তা ধন ধন
নিরেনিব্বুই এর ধাক্কা
যোগীর চিন্তা জগন্নাথ
ফকিরের চিন্তা মক্কা’
যার যাতে অনুরাগ সে তার চিন্তা করে।
৬।’ হেসে চাকি বসে পাটে
সে বছর শস্য না মোটে’
যে বছর আষাঢ় মাসে অস্তগামী সূর্য হেসে পাটে বসে, সে বছর শস্য জন্মায় না।
৭।’ পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বয়
সেই বৎসর বন্যা হয়।’
সারা আষাঢ় মাস ধরে দক্ষিণা বাতাস বইলে সে বছর বন্যা হবেই হবে।
গৃহবধূ। কৃষিভিত্তিক জীবনে লেখালেখি তাঁর দিনযাপনের অবিচ্ছেদ্য সঙ্গী।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সহস্রাধিক প্রবাদের সযতন সংগ্রাহক।
Comment here