রাজনীতিস্বভূমি ও সমকাল

কেন্দ্র-বিরোধী কৃষক আন্দোলন ও বাঙ্গালীর আপন স্বার্থ

-শ্রী স্নেহাংশু মজুমদার

বর্তমানে ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে তথা কেন্দ্রীয় সরকারের পথে কণ্টকস্বরূপ একটি ইস্যু হলো দিল্লির রাজপথে ঘটে যাওয়া কৃষক আন্দোলন, যার রেশ এবং প্রবহমানতা এখনো চলনশীল। তথাকথিত রাজনীতি অভিজ্ঞ সচেতন বা নিদেনপক্ষে আগ্রহী জাতি বাঙ্গালীরা এই আন্দোলনের সমর্থন (বামপন্থী গোষ্ঠী) আর বিরোধিতা (হিন্দুত্ববাদী গোষ্ঠী) দুই দিকেই সাইড নিয়ে নিজেরই জাতির লোকেদের সাথে যুদ্ধে জড়িয়ে সামাজিক ক্ষতি করছে । কিন্তু বাঙ্গালীদের প্রত্যেক রাজনৈতিক গোষ্ঠীরই উচিত সর্বাগ্রে, সঠিকভাবে গাণিতিক হিসাবনিকাশ করে নিয়ে বোঝা, জাতি হিসেবে আমাদের এই আন্দোলনের সাথে সংযোগ কতটুকু, কতটা থাকা উচিত, বা আদৌ থাকা উচিত কি না? ‘জাতি হিসেবে’ শব্দটা শুনতে যদি নিতান্তই প্রাদেশিক বিভেদকারী লাগে তাহলে নিজের রাজ্যের বঞ্চিত কৃষক সমাজের কথা চিন্তা করে বিচারে বসুন।

কৃষি মূল্য কমিশন (এপিসি) ১৯৬৫ সালে সবুজ বিপ্লবের সমকালীন পূর্ব-নির্ধারিত মূল্যে সংগ্রহ, ন্যূনতম সমর্থন মূল্য এবং ভর্তুকিযুক্ত হারে খাদ্যশস্য সরবরাহের জন্য একটি বিতরণ ব্যবস্থা সহ বেশ কয়েকটি মূল্য নীতি প্রবর্তন করে। এই সংস্থাটিকে ১৯৮৫ সালের মার্চ মাসে একটি নতুন এবং বৃহত্তর শর্তাবলীর সাথে কৃষি খরচ ও মূল্য কমিশনে (CACP) পুনর্গঠন করা হয়। আরও কয়েকটি প্রতিষ্ঠান MSP বাস্তবায়নের প্রক্রিয়ার সাথে জড়িত, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় সংস্থা এবং তাদের রাজ্য স্তরের সংস্থাগুলি। এর মধ্যে রয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) এবং ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (NAFED)।

● আন্দোলনের প্রাদেশিক চরিত্র –

প্রথমে সবার আগে যে সত্যটা স্বীকার করতে হবে যে এই আন্দোলনটা মোটেই কোনো জাতীয় আন্দোলন নয়, এবং এটা দরিদ্র কৃষকদের আন্দোলন তো একেবারেই নয়; এটা সম্পূর্ণভাবে পাঞ্জাব হরিয়ানা আর পশ্চিম উত্তরপ্রদেশের ধনাঢ্য কৃষকদের স্বার্থরক্ষার আন্দোলন । কেন্দ্র সরকারের প্রকল্পে এই ধনাঢ্য বা আপনাদের ভাষায় ‘বুর্জোয়া’ কৃষকদের আর্থিক লুণ্ঠনের পথে বাধা আসার সম্ভাবনা ছিল, তাই তাদের মার্সিডিজ চষে বেরানো আন্দোলন কৃষক আন্দোলনের ন্যারেটিভ মেখে নিল ।

এবার এই কৃষি বিলের বিরুদ্ধে পাঞ্জাব-হরিয়ানার কৃষকদের আন্দোলনের যথেষ্ট কারণ অবশ্যই আছে । এমএসপির বৈধকরণ পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের দীর্ঘকালের অমীমাংসিত দাবি কারণ তারা সাধারণত এই ব্যবস্থার অধীনে সংগ্রহের সবচেয়ে বড় সুবিধাভোগী। সরকারী পরিসংখ্যান দেখায় যে পাঞ্জাবের কৃষকরা এমএসপি-ভিত্তিক গম এবং ধান সংগ্রহের মূল সুবিধাভোগী রয়ে গেছে। ২০২২-২৩ রবি বিপণন মরসুমে গমের জন্য পাঞ্জাবে ১৯,৩০০ কোটি টাকার একটি MSP আউটফ্লো দেখা গেছে। যেখানে, ২০২১-২২ খরিফ বিপণন মরসুমে ধানের জন্য ৩৬,৭০৮ কোটি টাকার MSP আউটফ্লো দেখা গেছে। অতীতের তথ্য অনুসারে, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা তাদের শস্য উৎপাদনের একটি বড় অংশ সরকারি ক্রয় ব্যবস্থার অধীনে বিক্রি করে। তদুপরি, যেহেতু পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা ১৯৬০-৭০-এর দশকে সবুজ বিপ্লব থেকে উল্লেখযোগ্যভাবে লাভ করেছিল, তাই তারা কৃষি থেকে আরও বেশি লাভের প্রত্যাশা করে, তারপরে তাদের দক্ষিণের কিছু অংশের কথা বলে।

সামগ্রিক ভাবে, পাঞ্জাব হরিয়ানার কৃষকরা নিজেদের প্রাদেশিক স্বার্থে জাতীয় সংহতিকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে এই আন্দোলনে নেমেছে । এখানে তারা সেই ‘আমার দেশের স্বার্থ আগে, রাজ্যের কথা ভাবলেই তো আমি প্রাদেশিক বিচ্ছিন্নতাবাদী হয়ে যাবো’ ভেবে নিজের আর্থিক ক্ষতি স্বীকার করেনি, যেটা বাঙ্গালীরা করেছিল নেহরুর সময় ‘সারা ভারতের স্বার্থে’ মাশুল সমীকরণ নীতি মেনে নিয়ে নিজের রাজ্যের শিল্প ক্ষতি করে । আজ দেশে কেউ তার জন্য বাঙ্গালীদের সম্মান দিয়ে বলে না, ভাগ্যিস আপনারা দেশের স্বার্থের কথা আগে ভেবেছিলেন বলে আমাদের এখানে শিল্প হলো, বরং দিনের শেষে বাঙ্গালীরা বাইরে চাকরি করতে যায় এই বলেই আপনাকে ছোট করার নিরন্তর প্রচেষ্টা চলবে ।

১৪ অক্টোবর ২০২০ এবং ২২ জানুয়ারী ২০২১ এর মধ্যে কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের প্রতিনিধিত্বকারী কৃষকদের মধ্যে এগারো দফা আলোচনা হয়েছিল; শুধুমাত্র দুটি অপেক্ষাকৃত ছোট পয়েন্টে চুক্তির সাথে সকলেই সিদ্ধান্তহীন ছিল। হরিয়ানা এবং পাঞ্জাবের ছোট কিন্তু ধনী রাজ্যগুলি, বড় উদ্বৃত্ত খাদ্য উৎপাদন সহ, ভারতকে খাদ্য নিরাপত্তার বিশাল প্রদানকারী কারণ তারা ভারতের মোট PDS-এর ৭০-৯০% গম এবং ২৮-৪৪% চাল প্রদান করে। তাই, হিন্দি বলয়ের রাজ্যগুলো যাদের একত্রে ‘বিমারু স্টেট’ বলা হয়ে থাকে (আশীষ বসু, ৮০) সেই রাজ্যগুলিরর মতো নেতিবাচক খাদ্য নিরাপত্তা সহ অন্যান্য নেট খাদ্য ভোক্তা রাজ্যগুলির তুলনায় এই খাদ্য উদ্বৃত্ত রাজ্যগুলিতে খামার সংস্কার আরও সংবেদনশীল বিষয়।

এদিকে নিরন্তর ধর্ম হলো আফিম গেয়ে যাওয়া বামপন্থীরা কত অনায়াসে এখানে সমর্থন দিয়ে দেয়, যখন পুরো আন্দোলনে প্রাদেশিক ধর্মীয় স্লোগান চিহ্ন বিচ্ছিন্নতাবাদ সবই জড়িয়ে গেছে, তাও সামনাসামনি । 26 জানুয়ারী 2021, ভারতের প্রজাতন্ত্র দিবসে, হাজার হাজার কৃষক ট্রাক্টরের একটি বড় কাফেলার সাথে কৃষকের কুচকাওয়াজ করে এবং দিল্লিতে চলে যায়। বিক্ষোভকারীরা দিল্লি পুলিশ কর্তৃক অনুমোদিত পূর্ব-অনুমোদিত রুট থেকে বিচ্যুত হয় যার ফলে পুলিশের সাথে সহিংসতা ও সংঘর্ষ হয়। পরে, বিক্ষোভকারীরা লাল কেল্লায় পৌঁছে এবং লাল কেল্লার প্রাচীরে মাস্তুলের উপর কৃষক ইউনিয়নের পতাকা এবং ধর্মীয় পতাকা স্থাপন করে।

● হিন্দুত্বের অন্তর্দ্বন্দ্ব এবং অর্থনৈতিক স্বার্থের অগ্রাধিকার –

আন্দোলনে আরো একটি বড় লক্ষ্যনীয় বিষয় হলো উগ্র প্রাদেশিক অধিকার কিভাবে হিন্দুত্বের অন্তর্বর্তী গোষ্ঠী ঐক্য তুচ্ছ করে দিয়ে আগে স্বার্থের কথা বলে । আরএসএস-অনুষঙ্গী ভারতীয় কিষান সংঘ (বিকেএস) নিজে একটি হিন্দুত্ববাদী সংগঠন হয়েও সরাসরি পথে নেমে সভা করে ভারতের তথাকথিত হিন্দুত্ববাদী কেন্দ্র সরকারের বিরোধিতা করে । এখানে জাতীয় সংহতি থেকে অর্থনৈতিক স্বার্থই তাদের আগে দাঁড়ালো । তাদের নিজেদের কাছেই হিন্দু ঐক্য নিজের স্বার্থের কাছে মূল্যহীন ।

রাজ্যসভায় দুটি মূল কৃষি বিল উত্থাপনের একদিন আগে, আরএসএস-অনুষঙ্গী ভারতীয় কিষান সংঘ (বিকেএস) শনিবার বলেছে যে বর্তমান ফর্মে আইন গ্রহণযোগ্য নয়৷ সেই ইউনিয়ন, যা কৃষকদের অধিকারের জন্য কাজ করে, বলেছে যে এটি প্রধান পরিবর্তনের পরামর্শ সহ আগস্ট মাস পর্যন্ত একাধিক চিঠি লিখেছে।

ভারতীয় কিষান সংঘ, জুলাই ২০২২ এ রায়পুরে তার সর্বভারতীয় ম্যানেজিং কমিটির একটি সর্বাত্মক সভা করেছিল এবং তারা বলেছিল যে এটি গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে যখনই একটি ফসল কাটার দ্বারপ্রান্তে থাকে, বাণিজ্য মন্ত্রণালয় তার আমদানির আদেশ দেয়। বিকেএস আরও বলেছে যে মন্ত্রণালয় হয় আমদানি শুল্ক কমিয়েছে বা মওকুফ করেছে, যা কৃষকদের, বিশেষ করে পেঁয়াজ, ভোজ্য তেল এবং ডাল চাষীদের উপর আরও বিরূপ প্রভাব ফেলে।

বাংলার হিন্দুত্ববাদীদের সামনে এটা একটা উজ্জ্বল নিদর্শন। এখানে যারা মনে করে প্রাদেশিক স্বার্থের আগে হিন্দুত্বের স্বার্থ, তারা দেখুক আপনারা যাদের ‘প্রকৃত হিন্দু’ মনে করে এই কাল্পনিক ঐক্যের ধোঁয়া ওড়াচ্ছেন, তারা কিন্তু নিজেরাই পকেটে টান পড়লে ফণা তুলতে দেরি করছে না। তাহলে ঠিক কোন অন্তহীন ‘ইউটোপিয়া’ কল্পনা করে আপনারা বাঙ্গালী জাতিকে চোখ বন্ধ করে এদের বিশ্বাস করার জ্ঞান দিয়ে যান? প্রাদেশিক স্বার্থ শক্তিশালী হলে তবেই জাতীয় অধিকার এবং হিন্দুত্বের শেকড় উভয়ই দৃঢ় হবে । কারন ভারতবর্ষ সেটা নয় যেটা আমরা টিভিতে ফোনের স্ক্রীনে আর দেয়ালে টাঙানো ম্যাপে দেখি, ভারতবর্ষ সেই মাটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি । আমার হাতের মুঠিতে যে মাটি আছে সেটা আমাকে খাদ্য জোগাবে, তাই এই মাটির জন্য আমাকে কথা বলতে হবে, আমাদের সবাইকে করতে হবে । এই যে মাটির স্বার্থে ওঠা একেকটি কথা, এরা মন্ত্র হয়ে প্রতিধ্বনিত হবে প্রতি ঘরে ঘরে, আমার জাতি আমার মাটি আমার অন্ন আমার দেশ ।

● পশ্চিমবঙ্গের কৃষি বঞ্চনা –

বর্তমানে ভারতের মোট ৫৮৫ টি APMC র মধ্যে হরিয়ানায় ৫৪ টি, পাঞ্জাবে ১৯ টি APMC এবং পশ্চিমবঙ্গে ১৭ টি APMC রয়েছে এবং পশ্চিমবঙ্গ একক রাজ্য হিসেবে ধান শস্যের শীর্ষ উৎপাদক। পশ্চিমবঙ্গ ধান চাষে কৃষকদের লাভ গত চার বছরে ₹১৫,০০০ (বা ৭৩ শতাংশ) থেকে গড়ে ₹২৬,০০০/একর হয়েছে। ২০২০-২১ (অক্টোবর-সেপ্টেম্বর) এ পশ্চিমবঙ্গ সরকারের চাল সংগ্রহ ছিল রেকর্ড 60.25 মিলিয়ন টন (mt) যা উৎপাদনের প্রায় অর্ধেক ছিল। যে এমএসপিতে ধান সংগ্রহ করা হয় তা ২০১৮-১৯ সালে ₹১,৭৫০/কুইন্টাল থেকে ২০২২-২৩ সালে ১৬ শতাংশের বেশি বেড়ে ₹২,০৪০/কুইন্টাল হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ধানের MSP ২,০৪০ টাকা থেকে বাড়িয়ে ২,১৮৩ টাকা প্রতি কুইন্টাল করার সিদ্ধান্ত নিয়েছে। যদি একজন কৃষক কেন্দ্রীয় ক্রয় কেন্দ্র (CPC) বা মোবাইল সিপিসি বা ক্যাম্পে ধান বিক্রি করেন, তাহলে মূল্য হবে প্রতি কুইন্টাল ২,২০৩ টাকা।

২০১৯-২০ সালে, পশ্চিমবঙ্গ ১৫৫.৭০ LMT এবং পাঞ্জাব ১১৭LMT ধান উৎপাদন করেছিল কিন্তু কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব থেকে MSP হারে যথাক্রমে ১৮.৩৮ LMT এবং ১০৮.৭৬ LMT চাল সংগ্রহ করেছিল যা মোট উৎপাদনের ১১.৮% এবং ৯২.৯৫%। এগুলো চোখের সামনে আমাদের জাতির সাথে একটি ক্ষমাহীন অন্যায় । পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনীতি তথা জাতির সমৃদ্ধি কৃষির ওপরেই অধিকাংশে নির্ভরশীল, তাই বাঙ্গালী কৃষকদের প্রতি এই অন্যায় বৈষম্য ক্রমান্বয়ে জাতির ক্ষয়রোগ ঘটাচ্ছে । পশ্চিমবঙ্গের জন্য, সমস্যাটি অন্যান্য রাজ্যের তুলনায় আরও বেশি তীব্র, কারণ আমাদের রাজ্য হলো ভারতবর্ষের ধানের গোলা । ২০১৯ সালের ২৪.৩ কোটি কুইন্টালের বিপরীতে ২০২০ সালে ২৫ কোটি কুইন্টাল ধানের আনুমানিক উত্পাদন হয়েছে । অন্যদিকে চাষের সার পাঠানো নিয়েও বঞ্চনা রয়েছে, ২০২০-২১ সালে রাজ্যে সারের চাহিদা ছিল ১০.০৫ লক্ষ মেট্রিক টন। সে জায়গায় দেওয়া হয়েছে ৭.২৯ লক্ষ মেট্রিক টন।

গতবার পাঞ্জাব থেকে কিছু লোক এসে এখানকার স্থানীয় বাঙ্গালী কৃষকদের নিয়ে কৃষি বিলের বিরুদ্ধে রাস্তা অবরোধ করেছিল। কিন্তু এতে বাঙ্গালীরা শুধু রাস্তায় পুলিশের লাথি গুলি খেয়ে মরবে আর শেষ পর্যন্ত MSP-এর সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে পাঞ্জাব আর হরিয়ানা । অতএব, বর্তমানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্রমাগত ঘটে চলা কৃষক বিদ্রোহ থেকে বাঙ্গালী কৃষকদের সম্পূর্ণরূপে দূরে থাকা উচিত । বাঙ্গালীরা যাতে সব ক্ষেত্রে মতো এখানেও সেই এক “কেন্দ্র বিরোধিতা করতে হবে” কোরাস গেয়ে অদূরদর্শীতার পরিচয় না দেয় । কারণ শেষ পর্যন্ত মিনিমাম সাপোর্ট প্রাইস (এমএসপি)র সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে পাঞ্জাব, আর বাঙ্গালীরা ফুটো আধুলি তো পাবেই না, উপরন্তু অন্তর্বর্তী কৃষি প্রতিযোগিতায় গুরুতরভাবে কোণঠাসা হতে চলেছে । কিন্তু এই আন্দোলন থেকে অবশ্যই বাঙ্গালী জাতিকে শিক্ষা নিতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রাদেশিক স্বার্থের অগ্রাধিকার এবং হিন্দুত্বের অন্তর্বর্তী ক্ষেত্রে সসম্মানে থেকেও নিজেদের অধিকার বুঝে নিতে পিছপা না হওয়া, এই দুই আদর্শে অকাট্য হতে পারলেই বাঙ্গালী জাতির রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় হতে চলেছে।

তথ্যসূত্র –

[1] How Punjab and Haryana may de-risk Indian economy, The Indian Express, Harish Damodaran, Jalandhar, New Delhi, June 27, 2023.

[2] Explained: Why mainly farmers from Punjab want legal MSP and what makes their demand so complex, TOI News Desk / The Times of India, Feb 15, 2024.

[3] West Bengal’s paddy output seen higher on optimum rains bl-premium-article-image, The Hindu Business Line, Shobha Roy, August 21, 2020.

[4] Bhartiya Kisan Sangh: Farm Bills in present form not acceptable: The RSS-affiliate Bhartiya Kisan Sangh said it had written a series of letters through August with suggestions for key changes, The Indian Express, Deeptiman Tiwary, New Delhi, September 20, 2020.

[5] RSS farmer body Bharatiya Kisan Sangh slams Centre’s farm policies, Exim policy for agricultural produce should be long-term and in farmers’ interests, BKS says; Ishita Mishra, July 06, 2022.

[6] West Bengal to buy excess kharif paddy at MSP to help farmers, The Times of India, Krishnendu Bandyopadhyay, Dec 5, 2020.

[7] Bengal Raises Paddy MSP To ₹2,183/Quintal, The Times of India, Jul 20, 2023.

[8] Cabinet approves hike in MSP of kharif crops for 2023-24, Livemint, Puja Das, 07 Jun 2023.

 

~ (লেখক পরিচিতি – গৌড়ীয় জাতীয়তাবাদী; ধ্রুপদী বঙ্গীয় ইতিহাস অন্বেষক, পাঠক, লেখক, বিশ্লেষক । গৌড়ীয় ওয়ারিয়ার্স প্রতিষ্ঠাতা সদস্য।)

Comment here