১) মনে বড় সাধ
চড়ব বাঘের কাঁধ। (অসম্ভব আশা)
২) ঝরে পড়েছে কলা
বৌ বলে এই বেলা। (সুযোগ পেলে কেউ ছাড়ে না)
৩) যেমন গুরু তার তেমন চেলা
টক ঘোল তার ছেঁদি মালা। (যোগ্য পাত্রের সাথে যোগ্য জিনিসের মিলন/ছাত্র অলস শিক্ষক ফাঁকিবাজ)
৪) ঝিকে মেরে বৌকে শেখানো (একজনের উপর রাগ করে, আর একজনের উপর ঝাল ঝাড়া)
৫) যাচলে জামাই খান না পিঠে,
না যাচলে মরেন ঢেঁকিশাল চেটে। (যেচে কোন জিনিস দিতে গেলে, সে জিনিসের কদর থাকে না)
৬) হাতি পড়েছে দকে
ঠোক্কর দিচ্ছে বকে। (প্রবল বিপন্ন হলে, দুর্বলও তাকে পীড়া দেয়)
৭) পাঁচ রবি মাসে পায়
ঝরা কিংবা খরায় যায়। (যে বছর এক মাসে পাঁচটি রবিবার পরে, সে মাসে হয় প্রবল বৃষ্টি, না হয় – প্রচন্ড খরা হয়)
৮) ঘর পাওয়া যায় তো বর পাওয়া যায় না,
বর পাওয়া যায় তো বর পাওয়া যায় না। (কোন জিনিসের সবটাই মনের মতো হয় না)
৯) যা ছিল আমনি পান্তা/মেয়ে ঝিয়ে খেনু,
ঘর জামাই রামের তরে/ ধান শুকোতে দিনু। (ঘর জামাইয়ের অনাদরের সীমা থাকে না )
১০) হাবাকে মোশে সেন
সেনকে মোশে খোদা। (চালাক ব্যক্তি বোকাকে ফাঁকি দেয়, চালককে ফাঁকি দেয় খোদা)
চিত্র ঋণ – শ্রী শুভার্থী মন্ডল।
Comment here
You must be logged in to post a comment.