আঙিনা

অর্ঘ্য –

 

– শ্রী ত্রিদিব কুমার দাশগুপ্ত

অন্তরাত্মায় বিলীন যিনি, তাঁর আলাদা করে আবাহন হয় না…শুধু মধ্যে মধ্যে তনু যন্ত্রের যত্নের মতো করেই এই অনুভবকেও একটু যত্ন করে আদর করে আগলে রাখতে হয়…আর সেটাই হয়ত আকার নেয় বাহ্যিক অর্ঘ্যের… তবু এ অর্ঘ্য যতটা বাহ্যিক, তার চেয়ে ঢের গুণ বেশি আন্তরিক… তাই এ ছবির বর্ণনায় কবিকেই আপন করে বলি…”দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি”…

Comment here