আঙিনা

প্রবাদ প্রবচন –

১.’ঢোল বাজাই খাই খাই
বউ দেখার দরকার নাই’

অকারণ কৌতূহল না দেখিয়ে নিজের কাজটুকু করে যাওয়া

২.’সখী লো সখী
আপনার মান আপনি রাখি’

নিজের মান নিজেকে রাখতে হয়

৩.’মটরের চাপে মুসুরি চ্যাপ্টা’

প্রবলের সঙ্গে দূর্বল থাকলে, প্রবলকে শাশন করতে গেলে সেই শাসন্ব দূর্বল বিনষ্ট হয়।

৪.’কি কর শ্বশুর খেটেখুটে
ফাল্গুনে এঁটে পোঁত কেটে
বেঁধে যাবে ঝাড়কে ঝাড়
কলা আনতে ভাঙবে ঘাড়।
যদি পোঁত’ ফাল্গুনে কলা
কলা হবে মাস ফসলা’।

ফাল্গুন মাসে কলাগাছ পুঁতলে খুব ভাল ফলন হবে।কলার ঝাড় বেড়ে যাবে হু হু করে। ফলন এত বেশী হবে যে আনতে ঘাড় ভেঙে যাবে।প্রত্যেক মাসে মাসে কলার ফলন হতে থাকবে।

৫. ‘ধ’রে বেঁধে পিরীত
মেজে ঘ’ষে রূপ’

দুটোই অসম্ভব

৬. ‘মাছ খায় বকে,
মাংস খায় বাঘে ‘

যারা মাছ খায় তারা ক্ষীণ,যারা মাংস খায় তারা বলবান।

৭.’কাজের সময়ে কাজী,
কাজ ফুরোলেই পাজী’

কাজ করাবার জন্য কাজীর সমান সম্মান, আর কাজ হয়ে গেলেই নিন্দা।

৮. ‘যক্ষের চক্ষে ঘুম নাই’।

যে টাকা আগলে ব’সে থাকে, সে কখনও ঘুমোতে পারে না।

৯. ‘ঘুঁটে কুড়ুনির বেটি মক্কা দেখছে’

অতি নিম্ন অবস্থানের ব্যক্তির উচ্চপদ লাভ

১০. ‘কইতে জানলে ঠকি না
বসতে জানলে উঠি না’
দেখেশুনে বুঝে নেবার অভ্যাস থাকলে ঠকতে হয় না

Comment here