আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

১। খেজুর গাছ তেলপানা হয়েছে
…………………………………………..
এক কথক এক স্থানে কথকথা করছিল। নরক বর্ণনার সময় এর ভীষণতা বর্ণনা করে সে বলল,’ পাপীদের সেখানে অনন্ত দুর্গতি। সেখানে খেজুর গাছের উপরে দিয়ে টেনে নিয়ে যাবার সময় পাপীদের দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়’। এখানে কথকের এক রক্ষিতা স্ত্রীলোক ছিল। সে নরকে পাপীদের যন্ত্রণার কথা শুনে রাত্রে কথক কে বলল, ‘আমি আর পাপ কাজ করবো না। উফ, খেজুর গাছের উপর দিয়ে যখন টেনে নিয়ে যাবে তখন কি যন্ত্রণা!!” কথক তখন প্রমাদ ভেবে বলল “ওরে পাগলি খেজুর গাছ কি এখন আছে? ছোট্ট যুগ থেকে পাপীদের টানতে টানতে খেজুর গাছ এখন তেল পানা হয়েছে”

২। গোদা পায়ের লাথি
………………………………

এক ব্যক্তির স্ত্রীর পায়ে গোদ ছিল আর তার স্বামী ছিল নিতান্তই গো বেচারা মানুষ। সেই স্ত্রী, সব সময় স্বামীকে তিরস্কার করত আর ভয় দেখিয়ে বলত, ‘লাথি মারবো’। স্বামী যারপরনাই ভয়ে থাকত; ভাবতো, ‘না জানি ওই পায়ের লাথি খেলে তার হাড়গোড় সব ভেঙেই যাবে। একদিন স্ত্রী রাগসংবরণ করতে না পেয়ে স্বামীকে সত্যি সত্যিই সেই গোদা পা দিয়ে লাথি মারলো। স্বামী দেখলো, যন্ত্রনা দূরে থাক সেই গোদাপায়ের  আঘাতে তার কিছুই লাগলো না সেই থেকেই তার ভয় গেল ভেঙে।

Comment here