আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

১।’কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন,
মরা কাছে ফুল ফুটেছে মা বড় ধ’ন’।

অর্থ- মা স্বর্গের চেয়েও বড়।

২।’খিড়কি দিয়ে হাতি গলে সদর দিয়ে বাঁধে ছুঁচ’।

অর্থ- পিছন দিয়ে বৃহৎ ব্যাপার ও চলে যায় প্রকাশ্যে সামান্য দেওয়া কষ্টকর।

৩।’যদি চুলে দেখো সাপের লেজ,
খনা বলে তার প্রচুর তেজ ‘।

অর্থ- যে নারীর চুল সাপের লেজের মতো তারা তেজস্বিনী হয়।

৪। ‘কোঁকড়ানো কেশ দীঘল নাক,
সত্যবাদী সে খনার বাপ।’

অর্থ- যাদের মাথার চুল কোঁকড়ানো হয় এবং নাক টিকালো তারা সাধারণত সত্যবাদী হয়।

৫।’আপন হাত জগন্নাথ পরের হাত এঁটো পাত’

অর্থ- শুধু নিজের জিনিসকে ভালো মনে করা, আর অন্যের একই রকম জিনিসকে হেয় করা।

৬।’আপনি গেলে ঘোল পায়না
চাকরকে পাঠায় দুধের তরে’।

অর্থ-যে কাজ ব্যর্থ হবে জেনেও বারবার চেষ্টা করা।

৭।’আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে’।

অর্থ- সময় থাকতে সচেতন হতে হয় কেননা ভুল পথে বেশি দূর চলে গেলে আফসোস করে কান্নাকাটি করেও লাভ হয় না।

৮।’পোলারে তুতিবুতি মাইয়ারে লাই
তার চৌদ্দগুষ্টির নাই নরকে ঠাঁই।’

অর্থ- ছেলেমেয়েদের অযথা প্রশ্রয় দিলে তাদের তো ক্ষতি হবেই নিজেদের জীবনও অতিষ্ঠ।

৯।’যত করো তাড়াতাড়ি
তত পায় বেড়াবেড়ি ‘

অর্থ – যত তাড়াতাড়ি করা যায় তত ভুল ভ্রান্তিও বেশি হয়।

১০।’ ঘরের মধ্যে ঘর
জনে জনে হাওলাদার’।

অর্থ- ঘরের সবাই নিজেকে মাতব্বর মনে করে

Comment here