আঙিনা

কিরীট কণ্টক –

– শ্রী ত্রিদিব কুমার দাশগুপ্ত

 

মুকুটের ভার রাখাও দায়, বওয়াও দায়…সে ফুল হোক বা কাঁটা… তবু দিনের শেষে বাহক যদি স্মিত হাসে…মুহূর্তে দূর হয়ে যায় বাহকের ক্লান্তি,আর আমাদের?? গ্লানি!! কিংবা অপরাধ বোধ!! তবুও ফুল ফোটে, রঙের বোঝা মুকুটে বয়ে নিয়ে যান সেই চিরন্তন বাহক…আমরা নীরব ও নত হয়ে থাকি…

Comment here