আঙিনা

তোমার ঠিকানা

ওগো মেয়ে,
চলো নিজের পায়ে
জেগে ওঠো
নিজের পায়ে হাঁটো

কতদিন থাকবে মুখ বুজে,
কতদিন সিদ্ধান্ত নেবে না
নিজে নিজে
কতদিন করবে না অন্যায়ের
প্রতিবাদ
কতদিন থাকবে ভয়ে,
পাছে কেউ দেয় অপবাদ;

রান্না আর কান্না
শুধু এইই নয় তোমার পাওনা।
তোমার আছে নিজস্ব চেতনা,
নিজস্ব ভাবনা।

শুধু হাঁড়ি কুড়ি,
এই নয় তোমার জীবনের দাঁড়ি
শুধু সংসার ঠেলা
নয় তোমার জীবনের ভেলা।
নও তুমি অবলা।

শুরু কর নিজের পায়ে পথচলা

অধিকারকে শক্ত হাতে
নাও কেড়ে
কতদিন বন্দী থাকবে পুরুষতন্ত্রের বাজারে?

এ পৃথিবীর ফুল ফল
পাহাড় নদী,আকাশ বাতাস
সবই তোমার জন্য;

অপরের হাতে নিজেকে
দিও না সঁপে,
হারিয়ে যাবে অন্ধকারের কূপে।
নিজেই নিজেকে কর চালনা,
তুমি নিজেই নিজের চেতনা।

নিজেকে কর বিকশিত
নও তুমি কারও পদানত।
নিজেকে কর সম্মান,
নিজের মেধা মননের,
দাও আগে তুমি দাম।

নিজের বিশ্বাসকে নিজের বিবেককে নিজের ইচ্ছেকে
ক’রো না অপমান।

সমস্ত পৃথিবী তোমার সীমানা।
তুমি নিজেই নিজের ঠিকানা

Comment here