যেই শুনলুম তুমি চলে যাবে
হারিয়ে যাবে অনেক দূরে
ছাঁৎ ক’রে ওঠে বুকের ভিতর
আমি থাকবো কেমন ক’রে !
আমি আবার একা হবো
নিজের সঙ্গে কথা কবো
ফিরবো সেই আঁঁধার ঘরে
যেখানে কেউ নেই, শুনশান অন্ধকারে ।
স্বর্ণচাঁপা, দাও বলে দাও, বন্ধু আমার
ওকে ছাড়া আমি থাকবো কেমন ক’রে ?
স্বর্ণচাঁপা হাসলো শুধু নড়িয়ে শাখার পাতা
ব’ললো কথা চুপিচুপি কানের কাছে এসে,
যেখানেই ও যাবে সঙ্গে যাবে তুমি
ওর বোধের ভিতর তুমি যে ওর নদী,
গন্ধ যেমন হাওয়ায় মিশে ভরিয়ে রাখে মন
তোমার প্রেমের সুবাস মেখে ওর যে দিনযাপন ।
বেতার নাট্য প্রযোজনার এক সর্বকালীন নাম।
বেতার নাটকে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি ছাড়াও,শ্রাব্য নাটকের অজস্র কৃতী শিল্পীর নির্মাতা ও আজীবন লিটল ম্যাগাজিনের কর্মী সংগঠক।
Comment here