১) সংসার আনন্দময়
যার মনে যা লয়
(এই সংসার আনন্দময়, যার মনে আনন্দ সেই আনন্দ ভোগ করে, আর যার মনে নিরানন্দ সে ইহাকে দুঃখময় করে তোলে)
২) সব নোড়াই যদি শালগ্রাম হয়
তবে হলুদ বাটি কি সে?
(সকলেই যদি ধার্মিক হয়, সংসারের কাজ কেমন করে চলবে?)
৩) রজার সুখে অরণ্যে বাস
(রাজা যদি সুনিয়মে প্রজাপালন করেন, তা হলে বনে বাস করেও সুখ আছে, নতুবা নগরে বাস করেও সুখ নাই)
৪) রাজার রাজ্যপাট
যোগীর ঝুলিকাঁথা
(রাজা রাজকর্ম লইয়া সন্তুষ্ট, যোগী আপনার ঝুলি কাঁথা লইয়া সন্তুষ্ট)
৫) লাফিয়ে চাঁদ ধরা
(অসম্ভব কার্যে অগ্রসর হওয়া।)
৬) সময়ে না দেয় চাষ
তার দুঃখ বারো মাস
(সময়ে চাষ না করিলে ভালো ফসল হয় না; সুতরাং তার দুঃখ অনিবার্য।
৭) চাঁদের সূতার মধ্যে তারা
বর্ষে পানি মূষল ধরো
(চন্দ্র মন্ডলের মধ্যে যদি তারা দেখা যায়. তাহলে প্রচুর বৃষ্টিপাত হয়)
৮) বর্ষের প্রথম যদি ঈশানে বয়
হবেই বর্ষা ঘনা কয়
(বছরের শুরুতে যদি ঈশান কোন হতে বাতাস প্রবাহিত হয়, সে বছর প্রচুর বৃষ্টি হয়)
৯) শামুক দিয়ে সাগর ছেঁচা
(বৃহৎ কর্ম সাধনের নিমিত্ত অতি ক্ষুদ্র উপায় অবলম্বন।
১০) সারা পথ দৌড়াদৌড়ি
খেয়াঘাটে গড়াগড়ি
(দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে সামান্য ব্যাপারে আটকে যাওয়া)

গৃহবধূ। কৃষিভিত্তিক জীবনে লেখালেখি তাঁর দিনযাপনের অবিচ্ছেদ্য সঙ্গী।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সহস্রাধিক প্রবাদের সযতন সংগ্রাহক।
Comment here
You must be logged in to post a comment.