আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

১. অধিক মোহর ধন
নয়কো বরের গুণ

অধিক ধনসম্পদ থাকলেই সংসারে গুণী হওয়া যায় না

২.বাছা শাকে পোকা বেশী

বেশী খুঁতখুঁত করলে ভাল কিছু পাওয়া যায় না

৩.সাপের মুখে ঈষার মূল

ঈষার মূল সাপের মুখে ধরলে এর তীব্র গন্ধে সাপ অবসন্ন হয়ে পড়ে। দোর্দণ্ডপ্রতাপশালী লোকও কোনোও প্রকারে এভাবে নত হয়ে পড়লে এই প্রবাদ ব্যবহার করা হয়।

৪. বাস করবে গাঁয়ের মাঝে
জমি করবে যার মা বাপ আছে
গ্রামের মধ্যস্থলে বাস করবে। আর যে জমিতে গ্রাম ধোওয়া জল গিয়ে পড়ে আর যার পাশে জলাশয় আছে, এমন জমি চাষ করবে।

৫.অতি পিরীতি যেখানে,
নিত্য যাবে না সেখানে
যদি যাবে নিত্তি
ঘটবে বিপত্তি

যেখানে ভালবাসা গভীর,সেখানে রোজ না যাওয়াই ভাল। না হলে বিরোধ ঘটতে বাধ্য

৬. যদি বর্ষে মকরে
ধান হবে টেকরে

মাঘ মাসে বৃষ্টি হলে উঁচু জমিতেও ধান হয়

৭.অধিক দিন থাকলে গাজন,
কে করত শিবের ভজন

আধিক্যে সোনার মূল্যও হ্রাস পায়

৮. সকল বাঁশে বংশলোচন হয় না, সকল লোকই সাধু হয় না।
অনেকের মধ্যে দু একজনই সাধু হয়