আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

১) বাপ মা গুণে জন্ম
গুরু গুণে কর্ম

(শিক্ষা ও পরিচর্যার গুরুত্ব)

২) গাঁয়ে মেঘ দেখা
গরু বেঁধে রাখা

(বিপদের আভাস পেলে আগে থেকে প্রস্তুতি নেওয়া)

৩) এক কাটে ভারে
আরেক কাটে ধারে

(অস্ত্রের ভার বা ধার না থাকলে যেমন কোন কিছু কাটা যায় না তেমনই পয়সার জোর না থাকলে কার্য সিদ্ধি হয় না।)

৪) এক গাঁয়ে ঢেঁকি পড়ে
অন্য গাঁয়ে মাথা ধরে

(বিনা কারণে কষ্ট পাওয়া)

৫) সোনার থালে
খুদের জাউ

(উত্তমের সাথে অধমের মিলন)

৬) সংসার ধোঁকার টাঁটি

(জগৎ মায়াময় ভুলে ভরা)

৭) জ্যান্ত মাছে পোকা পড়ে না

(সতেজ মনে পাপ বাসা বাঁধতে পারে না)

৮) কারো শাকে বালি
কারো দুধে চিনি

(ক্ষতিগ্রস্তের আরও ক্ষতি
লাভবানের আরও লাভ)

৯) ঘোড়া চিনি কানে
রাজা চিনি দানে
নারী চিনি হাসে
পুরুষ চিনি কাশে

(কান দেখে যুদ্ধের ঘোড়া চেনা যায়; দানের পরিমাণ দেখে রাজার উদারতা বোঝা যায়। হাসি দেখে নারীর প্রকৃতি জানা যায় এবং বাচনভঙ্গিতে পুরুষ চেনা যায়)

১০) বৌ বিয়ালো ব্যাটা
ছাগল বিয়ালো পাঁঠা
গাই বিয়ালো নই (বাছুর)
সুখের কথা কারে কই

(ঘরের স্ত্রী পুত্র সন্তান প্রসব করল
ঘরের ছাগল পাঁঠা প্রসব করল
ঘরের গাভী বকনা বাছুর প্রসব করল
এই তিনটি সুসংবাদে কৃষকের অনেক সুখ, অনেক আনন্দ)