আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

১) নদী শুকলেও রেখা থাকে

( বড়লোকের অবস্থা পড়ে গেলেও তার চালচলন বা অনুষ্ঠানে বংশগত ধারা বজায় থাকে)

২) না পড়ে পন্ডিত

(যে বিষয়ে জানেনা সেই বিষয়ে পাণ্ডিত্য প্রকাশ করতে যাওয়া)

৩) না বুঝে ছিলেম ভালো আধেক বুঝে পরান গেল

(কোন বিষয়ে অর্ধেক জ্ঞানের তুলনায় অজ্ঞতা ভালো)

৪) নামের চোটে গগন ফাটে

(সুখ্যাতিতে আকাশ ছোঁয় কিন্তু আসলে অসার )

৫) হলুদ আর নিম দাও সোনার ত্বক ফিরে পাও

( কাঁচা হলুদ আর নিম পাতার ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে)

৬) আঁতে তিতা দাঁতে নুন উদর ভরো তিন কোণ

(মাঝে মাঝে তেতো নিম পাতার সঙ্গে নুন দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে। পাকস্থলীর এক ভাগ খালি রেখে তিনভাগ ভ’রে খেলে স্বাস্থ্য ভালো থাকে)

৭) শঠের মায়া তালের ছায়া

( তাল গাছের ছায়া খুবই অল্প হয় এবং তাও ক্ষণস্থায়ী শঠের ভালোবাসাও ঠিক সেইরূপ)

৮) সজনে শাকে নুন জোটে না মসুর ডালে ঘি
(যে একেবারে সঙ্গতি শূন্য অথচ নিজেকে সম্পদশালী দেখাতে চায়)

৯) লোহা জব্দ কামারবাড়ি মেয়ে জব্দ শ্বশুর বাড়ি

(কামারশালে কামার যেমন লোহা কে পিটিয়ে অন্য আকার দেয় তেমনি শ্বশুরবাড়ির শাসনেও মেয়ে এক মানুষ থেকে অন্য মানুষে বদলে যায়)

১০) লাভে লোহা বয়
( লাভের আশা থাকলে লোহাও বহন করা যায় অর্থাৎ লাভ পেলে লোকে দুরূহ কাজও করতে পারে)

১১) লক্ষীর ভাণ্ডার
( ধনীর ভান্ডার থেকে যতই ব্যয় করা হোক তা লক্ষ্মীর ভান্ডারের মতোই শূন্য হয় না)

Comment here