আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

 

১.’যদি হরিপদে থাকে মন
তবে হৃদয় মাঝে বৃন্দাবন’

যদি শ্রীহরির পাদপদ্মে মতি থাকে তাহলে আপনার হৃদয়ই বৃন্দাবন সদৃশ্ হয়; অর্থাৎ হৃদয়েই তাকে দেখতে পাওয়া যায়,সেজন্য বৃন্দাবন যাবার প্রয়োজন হয় না।

২.’ আসল ঘরে মুষল নাই হেঁসেল ঘরে চাঁদোয়া’

আবশ্যক কাজে অবহেলা অনাবশ্যক কাজে গুরুত্ব দেওয়া।

৩.’ কপাল গুনে গোপাল ঠাকুর’

ভাগ্যে থাকলে যোগ্যতাহীন লোকও বড় হয়।

৪.’ইঁদুরে চেনে না ভগবত পুঁথি’

মূর্খ ব্যক্তি গুণীর কদর বোঝেনা।

৫.’ মজুরের কপালে খেজুরের চাটাই’

দরিদ্র ব্যক্তির ভাগ্যে কম দামি জিনিসই জোটে।

৬.’মোগল পাঠান হদ্দ হ’লো,
ফারসি পড়ে তাঁতী,
বাঘ পালায় বিড়াল এলো,
স্বীকার করতে হাতি।’

যখন ক্ষমতাশালী লোক কোন কর্ম করতে পারে না এবং অক্ষম লোক সেই কাজ করতে উদ্যত হয়।

৭.’ আগে পিছে লন্ঠন কাজের বেলায় ঠনঠন’

আড়ম্বর আয়োজনের আতিশয্য কিন্তু কাজের বেলায় ফাঁকি।

৮.’গিন্নি হলে চুন্নি হতে হয়’

গৃহিণীকে প্রয়োজনে মিথ্যেও বলতে হয়।

৯. ‘উকুনের দাযয়ে মাথা মুড়োনো’

তুচ্ছ বিপদ গুরুতর হতে পারে

১০.’আলগা চুলে খোঁপা বাঁধা’

দুর্বল বস্তুর উপর বল প্রয়োগ

 

Comment here