১.’পশ্চিমে ধনু নিত্য খরা পূর্বে ধনু বর্ষে ধরা’
পশ্চিম আকাশে রামধনু উঠলে খরা বা অনাবৃষ্টি হয় ; পূর্ব আকাশে রামধনু উঠলে খুব বৃষ্টি হয়।
২. ‘আকাশে যদি দেখবে কাড়া,
আজ নয় কাল ভরবে গাড়া’
সূর্যোদয়ের পূর্বে পূব আকাশে পশ্চিম আকাশে নীল আবরণের তিনটে জ্যোতি রেখা দেখা গেলে তিন দিনের মধ্যে প্রচুর বৃষ্টির সম্ভাবনা থাকে।
৩.’সাধনেই সিদ্ধি অর্জিলেই নিধি’
অর্থাৎ সাধনায় সিদ্ধি লাভ হয় অর্জনের মানসিকতায় চেষ্টা করলে রত্নও অর্জিত হয়।
৪. ‘সুদিনের ১২ ভাই দুর্দিনে কেহ নাই’ অনেকেই সুখের সাথী দুখের সময় কেউ নয়।
৫.’সুজন পিরিত আর সোনা ভেঙে গড়া যায় কূজন পিরিত আর কাঁচ একবার ভাঙ্গিলে আর জোড়া লাগে না’
সুজনের সঙ্গে প্রণয় এবং সোনার গয়না ভেঙে নতুন করে গড়া যায় কিন্তু কুজনের সঙ্গে সম্পর্ক আর কাঁচ একবার ভাঙলে আর জোড়া লাগে না।
৫.’দোল ভরা আশা আর কুলো ভরা ছাই’
অন্তহীন অযৌক্তিক আশার সঙ্গে অন্তহীন নিরাশাও আসে।
৬’ চুন খেলে গাল পোড়ে,
দই দেখলে ভয় করে’
অতীত অভিজ্ঞতা থেকে ভ্রান্তি ভয় কিংবা ভীতি আসতে পারে।
৭.’ ঝাল মরিচের লাল চামড়া’
দুর্জনের আকৃতি সুন্দর হতে পারে।
৮.’সুখ যদি থাকে কপালে কাঁথা কেন বগলে’?
কপাল বলে কিছু নেই। কর্ম বিমুখ লোকেরা ভাগ্যের দোহাই দেয়।
বিনা পরিশ্রমে সুখ মেলে না।
৯.’মাঘে উড়িলো উগলি
বৃষ্টি হবে ফাল্গুনে’
মাঘ মাসে উগলি নামক ক্ষুদ্র পোকা দলগতভাবে আকাশে উড়লে বুঝতে হবে যে ফাল্গুন মাসে বৃষ্টি হবে।
১০.’ সমানে সমানে দোস্তি সমানে সমানে কুস্তি’
মিত্রতাই হোক আর শত্রুতাই হোক দ্বন্দ্ব সমানে সমানে হয়।
১১.’সাজতে গুজতে জতে দোল ফুরালো’
আয়োজন করতে করতেই কাজের সময় পেরিয়ে গেল।
গৃহবধূ। কৃষিভিত্তিক জীবনে লেখালেখি তাঁর দিনযাপনের অবিচ্ছেদ্য সঙ্গী।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সহস্রাধিক প্রবাদের সযতন সংগ্রাহক।
Comment here