আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

 

১) এক গাছের বাকল কি আর এক গাছের গায়ে লাগে যদিও বা লাগে খসখস করে।

অর্থাৎ, পর কখনো আপন হয় না

২) কথার নাম মধুবাণী
যদি কথা কইতে জানি।

অর্থাৎ, মিষ্টি কথায় ভুলিয়ে অনেকেই কাজ হাসিল করে নেয় মিষ্টি কথায় কখনো ভুলতে নেই।

৩)গাছে তুলে মই কাড়ে
কাজ নেই আড়ম্বরে।

অর্থাৎ, লোক দেখানো বন্ধু সেজে কাজে নামায় বিপদে সাহায্যের হাত না বাড়িয়ে কেটে পড়ে।

৪)মানী লোকের হাত ছাড়ো
যদি একা চলতে পারো।

অর্থাৎ, অহংকারী লোকের সান্নিধ্য এড়িয়ে চলাই ভালো

৫) শামুক /ঝিনুক দিয়ে সাগর ছেঁচা

অর্থাৎ, বৃহৎ কার্য সাধনের নিমিত্ত অতি ক্ষুদ্র উপায় অবলম্বন।

৬) মাসির মায়ের বকুল ফুলের বোনপো বউয়ের বোনঝি জামাই।

অর্থাৎ, যার সাথে আত্মীয়তার সূচক কোন সম্পর্কই নেই।

৭) মিছে কথা সেঁচা জলে কতক্ষণ রয়

অর্থাৎ, মিথ্যা কথা বেশিক্ষণ টিকে থাকতে পারে না সেঁচা জল বেশিক্ষণ থাকে না তাড়াতাড়ি শুকিয়ে যায়।

৮) মানুষের বাছা ছমাস পচা
গরুর বাছা তুলে নাচা।

অর্থাৎ, মানুষের ছেলে হলে তাকে ছয় মাস ধরে অতি সন্তর্পনে লালন করতে হয় তবে তাকে একটু তুলে বসানো যায়; কিন্তু গরুর বাচ্চা হলে সেই মুহূর্তেই সে উঠে লাফালাফি করে।

৯)ভাগির ভাগ পেলে,
না খেয়েও চিবিয়ে ফেলে

অর্থাৎ, লোকে ভাগের ভাগ কিছুতেই ছাড়ে না। প্রয়োজন না থাকলেও ভাগীকে না দিয়ে তা অন্যত্র ফেলে দেয়।

১০) ভক্তিহীন ভজন
আর লবণহীন রন্ধন

অর্থাৎ, লবণহীন ব্যঞ্জন যেমন অতি বিস্বাদ তেমনি ভক্তি না থাকলে ঈশ্বর আরাধনাও তেমনি নিষ্ফল।