আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

‘পাগলা সাঁকো নাড়িস নে’

মনে ছিল না ভালো মনে করিয়ে দিল

এক অর্থ ভগ্ন বাঁশের সাঁকোর ধারে এক পাগল দাঁড়িয়ে থাকতো, এবং কেউ সেই সাঁকো পার হতে গেলেই সাঁকো নাড়িয়ে পারার্থীকে ভয় দেখাতো।
একদিন সে ওইভাবে দাঁড়িয়ে ছিল কিন্তু অন্যমনস্ক ছিল।অপরদিক থেকে এক ব্যক্তি সেই সাঁকোয় উঠে ভাবল পাগল যদি সাঁকো নাড়ে তাহলেই ত বিপদ।
এই ভেবে সে পাগলকে বলল ‘পাগলা সাঁকো নাড়িস নে’।
পাগলের সাঁকো নাড়ার কথাটা মনেই ছিল না কিন্তু ওই ব্যক্তির কথায় তার সাঁকো নাড়ার প্রবৃত্তি জেগে উঠল।
বলল, ‘কথাটা আমার মনে ছিল না। ভালো হলো কথাটা মনে করিয়ে দিলে’।
এই বলে সে সাঁকো নাড়াতে আরম্ভ করল।

: যার যাতে আনন্দ তাকে সেই কাজ করতে নিষেধ করলে অনেক সময় তার সেই প্রবৃত্তির অধিকতর প্রবল হয়ে ওঠে :

ফুললো আর মলো

দুই বন্ধুর একজন সেয়ানা একজন বোকা। দুইজনে পরামর্শ করে বোকা বন্ধুর পয়সায় কাঁঠাল কিনে খেতে বসল।
সেয়ানা বন্ধু বোকা বন্ধুকে অন্যমনস্ক রেখে নিজেই বেশি কাঁঠাল খাবার লোভে তাকে জিজ্ঞেস করল, “হ্যাঁ ভাই তোর মা কি রকম করে মরল?”
বোকা বন্ধু তার মায়ের পীড়ার আদি অন্ত, চিকিৎসা ব্যবস্থা প্রভৃতির উল্লেখ করে মস্ত গল্প বলতে বসল।
সেই অবসরে সেয়ানা বন্ধু কাঁঠালটা প্রায় সাবাড় করে ফেলল। গল্প শেষ হলে বোকা বন্ধু কাঁঠাল খেতে গিয়ে দেখে কেবল ভোতাটি অবশিষ্ট আছে।
সে ঠকেছে দেখে মনে মনে মতলব করতে লাগলো কিভাবে প্রতিশোধ নেয়া যায়।
পরে আর একদিন দুই বন্ধু বাজার থেকে কাঁঠাল কিনে আনলো ; এবার সেয়ানার পয়সায়।
বোকা জিজ্ঞাসা করল,” ভাই তোর মা কি করে মরল?”
সেয়ানা বন্ধু বলল, ” ফুলল আর মরল”।
এই বলে সে গল্প শেষ করে কাঁঠাল খেতে লাগলো।
বোকা বন্ধুরা আর প্রতিশোধ নেওয়া হলো না।

“বাস্তব বুদ্ধির প্রয়োগ সব জায়গাতেই প্রযোজ্য”

Comment here