সাদাকালো রঙমাখা

বৃষ্টিমালা গাঁথা

“আজি তোমায় আবার চাই শুনাবারে” –

ফুলরেণু মাখা বৃষ্টিবিন্দু
কদম্বমেঘ আষাঢ়সিন্ধু
নগরী ভাসায়ে,নবীন আশায়, নামিয়া প্লাবনাকারে,
টানা দিন দু, ঢাকি ইন্দু, যবে বরিষে অঝোরধারে –
নিশপিশে হাত ছোঁয়া-ফোনে লেখে
“আজি তোমায় আবার চাই শুনাবারে “

* * *

“বাদল দিনের প্রথম কদম ফুল”-

D.P -র বাজারে বর্ষাবরণ
স্ট্যাটাসেতে মেঘ-কাব্যি চরণ
বরষা ফেনায়ে,ঘ্যানর ঘ্যানায়ে, পুরো লেখাটাই ঝুল
শব্দ হরণে,বিকট গড়নে, যবে সবটাই হয় ভুল,
মনে আসে ঝরা কামিনী সুবাসে
Mutual -এ প্রথম কদম ফুল।

* * *

“আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে “-

তাড়া দিয়ে গেছে বৃষ্টির সাধ
শ্যাওলায় ভরা নতুন সে ছাদ
ঘন তমসায়,ঘুম থমকায়,রূপকল্পেরা আসে ধেয়ে –
মনোভূমে খাদ,মেঘের বিষাদ বৃষ্টির চ্যাট -এ নেয়ে,
রাতজাগা ঘুমে হাতড়িয়ে দেখে –
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে

* * *

“এমন দিনে তারে বলা যায়”-

বৃষ্টিবিহীন দিন অবসান
শুখা দেহম’নে শুধু ধারাস্নান
মারীময় ধরা, প্রাণ ঝ’রে পড়া, বিচ্ছিন্ন মানবতায়
পরশ-আদরে প্রাণসঞ্চারি বারিবিন্দু বারতা দেয়-

unlock ক’রি তনুমনপ্রাণ,
‘এমন দিনে তারে বলা যায়’

 

ছবি ঋণ:  দোলন। 

Comments (1)

  1. অসাধারণ! অসাধারণ! তৃপ্তি পেলেম! সোশ‍্যাল মিডিয়ার ইমেজারি এবং হিউমার আনন্দ দিল। আরো চাই শ্রীমতী দোলন।

Comment here