শ্রাব্য/ Audioসংস্কৃতি

শ্রবণে হেমন্ত

হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষপালন প্রায় কিছুই হয়ে উঠল না এবার মারীমাহাত্ম্যে।

তবু,সেই কিংবদন্তী শিল্পীর স্মরণে এই বিভাগে আমরা রাখলাম এক বিরল কথন।

প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্রনাথের জন্মদিন শীর্ষক অনুষ্ঠানে এসে তাঁর বক্তব্যের শুরুর বেশ কিছুটা অংশ দিয়ে ফেলছেন তাঁর বাল্যবন্ধু হেমন্তকে।

রইল সেই অনুষ্ঠানের অডিও রেকর্ডিং, যেখানে বন্ধুর কথার খেই ধরাতে যোগ দিচ্ছেন স্বয়ং হেমন্তবাবুও।

বিষয়ানুযায়ী,অডিওটা আমাদের এডিট ক’রে হেমন্ত প্রসঙ্গটুকুই রাখা যুক্তিসঙ্গত ছিল; কিন্তু প্রেমেন্দ্র মিত্র বলছেন রবীন্দ্রনাথ নিয়ে,এও কি কম সুখশ্রাব্য??.. উপরি পাওনার মত, রেখে দিলাম তাই সবটাই।

৭০ দশকের ইম্প্রেশারিও শ্রী অর্ধেন্দু চ্যাটার্জি এই সাউন্ড ক্লিপ দিয়ে আমাদের বাধিত করেছেন।

(ইয়ারফোন ব্যবহার করবেন)…….

 

 

 

 

 

 

 

Comments (2)

  1. Khubi chittakorshok. Age konodin shunnini. Aei Ardhendu chaterjee manustir songye alap korar ichha roilo

  2. অসাধারণ প্রাপ্তি হল। ধন্যবাদ ও কৃতজ্ঞতা কাঞ্জিক । প্রিয় গায়ক এবং রবীন্দ্রনাথকে নিয়ে কী সুন্দর বক্তব্য রাখলেন শ্রদ্ধেয় প্রেমেন্দ্র মিত্র…অবিস্মরণীয়

Comment here