আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ

১। ‘আকাশে ফাঁদ পেতে, বনের পাখি ধরা ‘
(বৃথা চেষ্টা)

২।’যতদিন বেঁচে আছি,ততদিনই আমার
মরে গেলেই সব খামার ‘
(মায়ার জগৎ। মৃত্যুর পর সবই অর্থহীন)

৩।’পাথরে ঘুণ ধরে না’
(যার হৃদয় খাঁটি,তার ম’নে কু প্রবৃত্তি আসে না)

৪।’পান্তাভাতে নুন জোটে না,বেগুন পোড়ায় বিষ্ণুতেল’
(দরিদ্রের ধনবান পরিচয়ের আকাঙখা)

৫।’অশ্বত্থের ছায়ায় ছায়া’
(মহতের আশ্রয়ই বাঞ্ছনীয়)

৬।’হরি ঘোষের গোয়াল’
(যেখানে থাকা খাওয়ার জন্য পয়সা লাগে না,ফলে উপচে পড়ে ভিড়)

৭।’তেলা মাথায় ঢাল তেল/রুখু মাথায় ভাঙ বেল’
(যার অভাব নেই,তাকে দান করে,যার অভাব তাকে পীড়ন করে)

৮। ‘বাঁচলে কত দেখব আর/ছুঁচোর গলায় চন্দ্রহার
বেড়ালের কপালে টীকে/বাঁদর বেড়ায় হলুদ মেখে
(যা সাজে না, অর্থাৎ মানায় না, সেই সাজ করলে অতীব কিম্ভূত লাগে)

৯।বেনাব’নে মুক্তো ছড়ানো
(বৃথা অপচয়)

১০.’মার বাড়া রাঁধুনী নাই’
মায়ের হাতের রান্নাই সর্বোৎকৃষ্ট

 

 

চিত্রঋণ: শ্রী শুভার্থী মন্ডল

Comment here