১.পারের কর্তা হরি,
দিবেন চরণ তরী
ঈশ্বররই এই সংসার রূপ সাগরের পারের কর্তা। তাঁকে এক মনে ডাকলে তিনি চরণরূপ নৌকা দ্বারা পার করে দেন।
২.’পাপের বোঝা বড় ভার’
পাপ কাজ করলে মনের মধ্যে সর্বদাই যেন গুরুভার চেপে থাকে।
৩.’ পিরিত বিনে সুহৃদ নাই’
প্রণয় ব্যতীত আর বন্ধু নাই প্রণয়ের সব সময়ে বন্ধুত্বের কাজ করে
কর্তা হরি দিবেন চরণ তরী সরি এই সংসার রূপ সাগরের পাড়ের কর্তা তাকে এক মনে ডাকলে তিনি চরণরূপ নৌকা দ্বারা পার করে দেবেন পাপের বোঝা বড় ভার পাপ কাজ করলে মনের মধ্যে সর্বদাই যেন গুরুভার চেপে থাকে পিরিত বিনে সুবিদ নাই প্রণয় ব্যতীত আর বন্ধু নাই প্রণয়ের সব সময়ে বন্ধুত্বের কাজ করে
৪.’ফকিরে ফকিরে ভাই ভাই
ফকিরের রাজত্ব সর্ব ঠাঁই
ফকিরের সঙ্গে ফকিরের ভ্রাতৃ ভাব;
কেননা সংসারে মোহ না থাকায় উভয়েরই স্বার্থহীন বন্ধুত্ব আর ফকিরের সাংসারিক কোন বন্ধন না থাকায় সে যেখানেই থাকে রাজার মতো সুখে থাকে। গাছতলা বা অট্টালিকা সবখানেই তার সমান সুখ
৫.’ ফ্যান দিয়ে ভাত খায়, গপ্পে মারে দই মেটে হুঁকায় তামাক খায়, গুড়গুড়ি টা কই’
যে লোক কাজে কিছুই করতে পারে না কিন্তু মুখে নিজের বাহাদুরি করে চলে।
৬.’ বড় বড় বানরের বড় বড় পেট,
লঙ্কা ডিঙ্গোতে সবে মাথা করে হেঁট’।
বড় যারা, তারাও বৃহৎ কর্ম সম্পাদনের প্রয়োজনে নত হতে পিছপা হয় না
৭.’যখন কপাল মন্দ হয়
বন্ধু লোকে মন্দ কয়’।
অদৃষ্ট খারাপ হলে নিজের বন্ধুরাও খারাপ কথা বলে।
৮.’ যতই করো শিব সাধনা
কলঙ্কিনী নাম যাবে না’
একবার অপবাদ হয়ে গেলে যতই চেষ্টা করো সে অপবাদ আর যায় না।
৯.’ যত ঘর তত দ্বার’
যত কঠিন কাজই হোক না কেন তা সিদ্ধ করার কোনো না কোনো উপায় আছেই।
১০.’ মেগে এনে বিলিয়ে খায়
হাতে হাতে স্বর্গে যায়’
ভিক্ষে করে এনে সবাইকে দিয়ে খেলে যে আনন্দ লাভ হয় তা স্বর্গ সুখের সমান।
গৃহবধূ। কৃষিভিত্তিক জীবনে লেখালেখি তাঁর দিনযাপনের অবিচ্ছেদ্য সঙ্গী।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সহস্রাধিক প্রবাদের সযতন সংগ্রাহক।
Comment here