আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

১.’লাজের মাথায় পড়ুক বাজ
সারগে নিজের কাজ’

কোনো কাজই ছোট নয়। লজ্জ্বা শরম ত্যাগ করে নিজের কাজ করা উচিত

২.’সমুদ্রের জল বাড়েও না, কমেও না’

বিশালাকার কোন কিছুর অত্যল্প পরিবর্তনে কিছু যায় আসে না

৩.’চাষার চাষ দেখে
চাষ করলে জোয়াল
ধানের সঙ্গে খোঁজ নাই
বোঝা বোঝা পোয়াল’

যার যেটা কাজ নয়,সে সে কাজ করলে সুফল মেলে না।

৪.’চিঁড়ে কাঁচকলা’

যাদের মধ্যে সদ্ভাবের কোনো সম্ভাবনাই নেই।

৫. ‘ রাজার রাজ্যপাট
গরীবের শাকভাত ‘

রাজা সিংহাসনে ব’সে যেমন সুখভোগ করেন,গরীব লোক শাকভাত খেয়েই তেমন সুখ উপভোগ করে।

৬. ‘হাতে যদি নাই ধন
পাঁচে হও এক মন’

যদি হাতে পয়সা না থাকে, তবে পাঁচজনে একমতাবলম্বী হও।তাতে, পয়সা না থাকলেও কার্যোদ্ধার হ’য়ে যায়।

৭. ‘হবু ছেলের অন্নপ্রাশন’

যে ছেলে এখনও গর্ভে আছে,তার অন্নপ্রাশনের উদ্যোগ।
অর্থাৎ, পরে কি হবে তা না জেনেই তার জন্য প্রস্তুত হওয়া।

৮. ‘ সৌরভে ভ্রমর মজে

পদ্মের সুবাসে আবিষ্ট হয়ে ভ্রমর তাতে বসে।পরে রাত্রিকালে পদ্ম মুদ্রিত হলে,ভ্রমরও তাতে আবদ্ধ হয়ে পড়ে।

অর্থাৎ, সুখের স্বাদ পেতে গিয়ে বিপন্ন হওয়া।

৯. ‘হওয়া ভাতে কাঠি’

কাজ সম্পন্ন হ’য়ে যাবার পর সাহায্য করতে আসা

১০.’সূঁচ সোহাগা সুজন
ভাঙা গড়ে তিনজন’

সূঁচ সোহাগা এবং সুজন – এরা ভাঙা জিনিষকেও নতুন করে। সূঁচ ছেঁড়া কাপড়কে সেলাই করে নতুন করে। সোহাগা ভাঙা ধাতু পাত্রকে জুড়ে নতুন করে এবং সাধু ব্যক্তি চরিত্রপ্রভাবে শত্রুকেও মিত্র করে

Comment here